• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী মাইক প্রক্টর চলে গেলেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৪১ এএম

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী মাইক প্রক্টর চলে গেলেন

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠা মাইক প্রক্টর আজ মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ২৪–কে প্রক্টরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মারিয়ানা। প্রক্টরের বয়স হয়েছিল ৭৭ বছর। গত কয়েক দিন তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।

খেলোয়াড়, কোচ ছাড়াও প্রক্টর ধারাভাষ্যকার, আইসিসি ম্যাচ রেফারি এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নির্বাচক কমিটির আহবায়ক হিসেবেও কাজ করেছেন। খেলোয়াড়ি জীবনে ১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত খেলতে পেরেছিলেন ৭টি টেস্ট। এরপর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলে বিশ্বমঞ্চে আর খেলার সুযোগ হয়নি তার। ফাস্ট বোলিং এবং মারকুটে ব্যাটিং–দুটিতে খ্যাতি ছিল প্রক্টরের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১ হাজার ৯৩৬ রান আর ১ হাজার ৪১৭ উইকেট তাঁর নামের পাশে।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে প্রক্টর কোচিং শুরু করেন। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা দল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় ছিলেন প্রধান কোচ। পরের বছর বিশ্বকাপেও ছিলেন দলের দায়িত্বে।

আর্কাইভ