• ঢাকা শুক্রবার
    ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সেই সব ব্রাজিলিয়ানদের সম্মান করেন না নেইমার

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১২:৩৩ পিএম

সেই সব ব্রাজিলিয়ানদের সম্মান করেন না নেইমার

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে গোটা ফুটবল বিশ্ব কার্যত দুই ভাগে বিভক্ত। কিন্তু খোদ ব্রাজিলে যদি কেউ লিওনেল মেসি আর আর্জেন্টিনাকে সমর্থন করে তা কি মানা যায়? না এটা মেনে নেয়া কষ্টকর। নিজ দেশে এমন সমর্থকদের মানতে পারছেন না নেইমার। 

সবাই জানেন ক্লাব ফুটবলে কোনো অপূর্ণতা নেই মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে কোনো অর্জন নেই এই ক্ষুদে যাদুকরের। তাই মেসি ভক্তদের চাওয়া এবার কোপায় সেই অপূর্ণতা ঘুচে যাক। এমন কি অনেক ব্রাজিলিয়ানও চায় এটা। নিজ দেশের বিপক্ষে খেলা হলেও, ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করছেন অনেক ব্রাজিলিয়ান। তাদের ওপর ক্ষোভ ব্রাজিলের মহাতারকা নেইমারের। নিজ দেশে মেসি সমর্থকদের জন্য কড়া বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরি অপশনে নেইমার লিখেছেন, আমি একজন গর্বিত ব্রাজিলিয়ান, এ পরিচয় দিতে ভালোবাসি। সব সময়ই আমার স্বপ্ন হলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের গান গাইতে শোনা। আমি কখনো ব্রাজিলের বিপক্ষে কোনোদিন সমর্থন দেইনি, যেখানে ব্রাজিল কোনো কিছুর জন্য লড়ছে।

নেইমার আরও লিখেছেন, ‘সেটা হোক যেকোনো খেলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যা খুশি... সেখানে যদি ব্রাজিল থাকে, তা হলে আমি অবশ্যই ব্রাজিল। আর সেসব ব্রাজিলিয়ান, যারা এর বিপরীত করছেন? আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাদের সম্মান করি না।’

প্রসঙ্গত, সেমিফাইনাল ম্যাচে নেইমার নিজেও চেয়েছিলেন মেসির আর্জেন্টিনাই জিতুক কলম্বিয়ার বিপক্ষে। তবে সেদিন তিনি এটিও পরিষ্কার করে বলেছিলেন যে, ফাইনাল ম্যাচে ব্রাজিলের জয় ব্যতীত আর কিছুই ভাববেন না তিনি।

জেডআই/সবুজ/এএমকে
আর্কাইভ