• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীর পায়ে খেলছেন ক্যারিবীয় ব্যাটাররা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৯:২১ পিএম

শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীর পায়ে খেলছেন ক্যারিবীয় ব্যাটাররা

ক্রীড়া ডেস্ক

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম এক ঘণ্টা কাজে লাগাতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সে পরিকল্পনা অনুযায়ী হাসান মাহমুদ-শরিফুল ইসলামরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। উইকেট না এলেও প্রথম ১০ ওভারে হাত খুলে খেলতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা।

নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম দুই ওভার মেডেন দিয়েছেন শরিফুল ও হাসান। পরের ওভারে রানের খাতা খুললেও এক রানের বেশি নিতে পারেনি দল। শেষ পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

এর মধ্যে বেশ ধীরগতিতে ব্যাট করছেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ বলে তার রান ৪। অন্যদিকে তুলনামূলক দ্রুতলয়ে ব্যাট করা ওপেনার মিকাইল লুইসের রান ৩২ বলে ১৮।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট নেতৃত্ব পাওয়া মিরাজ।

আর্কাইভ