ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের মধ্য দিয়ে ১১ জুলাই শেষ হয় কোপা আমেরিকার ফাইনাল খেলা। যেখানে ১-০ গোলে নেইমারদের পরাস্ত করে মেসিরা। শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টিনা। কিন্তু এখনো তার রেশ কাটেনি।
লিওনেল মেসির জনপ্রিয়তার কারণে পড়শি দেশ আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিল ব্রাজিলের একটা বড় সমর্থকগোষ্ঠী।
সাবেক বর্তমান-ব্রাজিলীয় খেলোয়াড়দের অনেকে তার খুব কাছের বন্ধুও বটে। সাবেক ব্রাজিল কিংবদন্তিরা ফাইনালে সমর্থন দিয়েছেন নিজেদের দেশকেই। তবে পরাজয়ে কিছুটা কষ্ট পেলেও; সেটা কিছুটা কমে গেছে মেসির হাসিমুখ দেখে।
মেসির কোপা জয়ে খুশি হয়েছেন, এমন কথা বলেছিলেন ব্রাজিল রাইটব্যাক দানি আলভেজ। এবার দানি আলভেজের সুরে সুর মিলিয়ে খুশি হওয়ার কথা জানালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক লাইভে তিনি বলেন, ‘ব্রাজিলের হারটা আমাকে কষ্ট দিয়েছে ঠিক। তবে লিওর (মেসি) জন্য আমি খুব খুশি। জাতীয় দলের হয়ে তার কিছু জেতা কমতি ছিল। সেটা পূরণ হয়ে যাওয়ায় আমি বেশ আনন্দিত। বন্ধুদেরকে আনন্দিত হতে দেখলে আমি নিজেও বেশ আনন্দিত হই।’
রোনালদিনহো বলেন, ২০০৮ সালে বার্সেলোনা ছেড়েছি। তবে যখনই সময় হয় আমরা একে অপরের সঙ্গে কথা বলি।
টিআর/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন