• ঢাকা রবিবার
    ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রঙ-দোলনের দোল-পূর্ণিমা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:০৯ পিএম

রঙ-দোলনের দোল-পূর্ণিমা

সালেম সুলেরী

মন দোলাচল দোল-পূর্ণিমা, হলুদে বাসন্তীতে,
সময় এখন আবির ছড়ানো, মনে-বনে রঙ দিতে।
ধর্ম এখানে যতটা মুখ্য ঋতুসেবা কম নয়,
উদযাপনের উদ্দীপনাটি উদিত সমন্বয়। 

ঢাকিরা হাঁকছে ঢোলের দামামা বাকিরা তুলছে ঢেউ,
পোশাকে-প্লাবনে পূজারিও কাবু, রঙহীন থাকে কেউ!
বীথিময়তায় তিথির লগন, সিঁথিতে আবির, টিপ
দেহের আনন, মন-বনায়ন, হৃদ-মোমে শুভদীপ।

হৃদে সবে আজ...  বসন্তবাজ, বয়েস তো নয় মুখ্য,
দোল-পূর্ণিমা আনন্দধাম, আজ পরাজিত দুঃখ। 
মারী চলে গেছে, ভারি আলগোছে, মর্ত্যে দোলের ঢোল
স্বদেশ সমাজ পরো শুভসাজ... উৎসবে উৎরোল। 

হোলি হোলি দিন স্মৃতিতে রঙিন, মায়ার বাঁধনে রেশ,
হৃদয়ের রঙ মোছে না বরং ধরে রাখে অভ্যেস।

ডিআইএ/এফএ
আর্কাইভ