• ঢাকা রবিবার
    ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কিছুটা সময়

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৬:১৯ পিএম

কিছুটা সময়

সুশান্ত ঘোষ

জীবনের কিছু প্রাপ্তিগুলো নিয়ে 
স্বপ্নে সাজাই সবুজ মনের ছন্দ,
নাই বা ওদের পছন্দমতো হলাম 
থাকি না আমি ওদের কাছে মন্দ।

অল্প কিছু সময় কাটানোর ফাঁকে 
মনের দরজা থাক না শুধু খোলা,
কখন যে কার শেষ সময়ের ডাকে 
না বলা কাজ থেকেই যাবে তোলা।

শিক্ষাদীক্ষা নিয়ে চর্চা নেইকো শেষ 
স্বনির্ভরতা শুধু নামকরণেই বন্দি,
শিক্ষিতের মুখে নিরক্ষরতার মুখোশ 
ব্যবসা আড়ালে কাটতে থাকে ফন্দি।

সত্য মিথ্যার খেলা লুকায় প্রযুক্তি 
অশিক্ষিত নয়তো কোনো অভিশাপ,
বিশ্বাস আর অবিশ্বাসের ময়দানে
এরাই ঘটায় সাক্ষরতার সর্বনাশ।

জীবনের মাঝে আর কিছুদিন থাকা
লড়াইয়ে আজ থাকুক না কিছু কষ্ট,
সৃষ্টির বাঁধনে নাচবে উদাসী হাওয়া
সত্যের জয়ে হবো ওপর থেকে তুষ্ট। 

মৃত্যু মিছিলে থাকবো তোমার আগে 
পরিজন ছেড়ে আসবে যখন ডাক,
ফাগুন মনেও রাঙিয়ে কৃষ্ণচূড়ায় 
অজান্তে বলবে কিছুটা সময় থাক।

আর্কাইভ