• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

কাজী নজরুল ইসলাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১১:৪৪ এএম

কাজী নজরুল ইসলাম

নার্গিস পারভিন, কলকাতা

কবি নজরুল
গানের বুলবুল
বিদ্রোহের বহ্নিশিখা,
পরাধীনতার শিকল
করেছিল বিকল
স্বাধীনতা নয় ভিক্ষা।

তরুণ হৃদয়
পায়নি তো ভয়
বিদ্রোহের বার্তায়,
দিয়েছিলে কানে
দেশাত্মবোধক গানে
হবেই হবে জয়।

বিভেদ ভুলে
হৃদয় ফুলে
ছিল মানুষের গান,
তোমার জন্মদিনে
হৃদয় নিঃসরণে
বিনম্র শ্রদ্ধা প্রণাম।
 

আর্কাইভ