• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সিডনি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

সিডনি

মু আ কুদ্দুস

নতুন শহরে আমি সবকিছুই অপরিচিত 
হেঁটে দেখলাম একই মাটি 
বাতাসের ছুঁয়ে যাওয়া অন্য রকম 
আকাশ অনেক নীচে 
হাত বাড়ালেই ধরা যায় নীল ছায়া
এখানে চাঁদ থালার মতো-- অনেক বড় 
ঝকঝকে শহর ফুটপাত 
ট্রাফিক নেই,যানজট নেই -সারিবদ্ধ সবাই।

প্যারামাট্টা নদী মিশে গেছে এসে
প্রশান্ত মহাসাগরের সাথে ---
এখানে উড়ে গাঙচিল 
নিরিবিলি বন্দরের ফুটপাতে 
মাঝখানে সিডনি ঘর করে তার সাথে।

সাগর কন্যা সিডনির হাইফাই ফ্লাট বাড়ি
ছোট ছোট ইংলিশ প্যাটার্নের ঘর 
নিরিবিলি ছিমছাম সবুজ রঙের মাঠ 
বাইরে বেরুলে সূর্য রঙ দেখি সাদা 
রোদে রাগ নেই ---
কেমন জানি ভালোবাসা 
ছায়া বড্ড পরিচিত- শান্ত প্রেমিকার মতো 
রাতে ঠান্ডা 
গরমে ঘামে না শরীর 
বাতাসে নেই ধুলো বালি 
পূর্ণিমার মতো অপূর্ব সুন্দরী শহর 
কুমারীর নাকে যেনো সোনালী নোলক নৃত্য

প্রথম দেখলাম অচেনা শহর 
অচেনা মানুষ - ভাষা
এখানে সূর্য ওঠার আগেই শহর সাজগোজ 
সাগরি ঠান্ডা হাওয়া ছড়ায় সুগন্ধি 
গাছের পাতা ঝরে না লজ্জায় 
এটাই এখানে নিয়ম --
সবাই যেমন নির্ঝঞ্ঝাট পরিচ্ছন্ন সকাল 
ফুটপাত অলিগলি একই রকম
পরিচ্ছন্ন শহর- মানুষ 
প্রতিদিন এখানে একই নিয়ম 
সাগরে সূর্য ওঠে, ডুবে নীল লোনা জলে।

ঊনত্রিশ জানুয়ারি/দুই হাজার ছাব্বিশ 
সিডনি, অষ্ট্রেলিয়া থেকে।

আর্কাইভ