• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নতুন জীবন পেল ১৫ বক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৩:২৪ পিএম

নতুন জীবন পেল ১৫ বক

নাটোর প্রতিনিধি

শিকারির হাত থেকে রক্ষা পেল ১৫টি বক পাখি। পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যৌথ অভিযানে শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নাটোরের সিংড়ার চকলংকা ও চামারী এলাকা থেকে ১৫টি বক উদ্ধার করা হয়। এসময় পাখি শিকারিরা পালিয়ে যান।

পরে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম উপজেলা চত্বরে বক পাখিগুলো অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সহ-সভাপতি খলিল, সাংগঠনিক সম্পাদক রবিন খান, দফতর সম্পাদক ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলামসহ অনেকে।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকত বলেন, “চলনবিল এলাকা পাখিদের অবাধ বিচরণ ভূমি। কিন্তু কতিপয় শিকারি পাখি শিকার করে বিক্রি করছেন। পাখি শিকারিদের প্রতিহত করতে আমরা সর্বদা সজাগ রয়েছি।”

টিআর/ডাকুয়া

আর্কাইভ