• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চলনবিলে বক দিয়ে বক শিকার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:০১ পিএম

চলনবিলে বক দিয়ে বক শিকার

নাটোর প্রতিনিধি

নাটোরের চলনবিলে বক দিয়ে বক শিকারের অপরাধে পাঁচ পাখি শিকারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে চলনবিলের দুর্গম সিংড়া উপজেলার কলিগ্রাম শালিখা গ্রামে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

আটককৃতরা হলেন- মজিবুর রহমান (৩৬), সোলেমান (৩২), কামরুল (৩০), নয়ন (১৭) এবং নুর--আলম (১১)

সময় পাখি শিকারিদের কাছ থেকে ২০টি বক জব্দ ২১টি ফাঁদ ধ্বংস করা হয়। পরে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তিনজনকে হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম মহসিন আলম, হাসিবুর রহমান শিমুল, জুবায়ের হোসেন, আবু কাহারসহ আরও অনেকে।

নূর/এম. জামান

আর্কাইভ