প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৭:৪৭ পিএম
গাইবান্ধায় শপথ পাঠের
মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনসহ জাতীয় পতাকা
উত্তোলন ও ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।
এরপর গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে শপথবাক্য পাঠ করান। এ সময় বিভিন্ন দফতরের প্রশাসন, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। অনুরূপ কর্মসূচি জেলার সাতটি উপজেলায় পালিত হয়েছে।
জেডআই/এম. জামান