• ঢাকা শনিবার
    ১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মার্কিন প্রশাসন: জার্মান প্রেসিডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫৫ পিএম

বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মার্কিন প্রশাসন: জার্মান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের আচরণ বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। খবর রয়টার্সের।

তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান যেন তারা বিশ্বকে এমন এক ‘চোর-ডাকাতের আস্তানায়’ পরিণত হতে না দেয়, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই কেড়ে নেয়।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কোনো রাখঢাক না রেখেই বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ‘ঐতিহাসিক ভাঙন’ হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি আমেরিকার বর্তমান আচরণকেও বিশ্ব ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।

তার মতে, যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ হওয়া প্রয়োজন।

যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক, তবে স্টেইনমায়ারের এই জোরালো বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

এদিকে একটি জনমত জরিপে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ওপর জার্মান নাগরিকদের আস্থা তলানিতে ঠেকেছে। পাবলিক ব্রডকাস্টার এআরডির জরিপ অনুযায়ী, ৭৬ শতাংশ জার্মান মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর নির্ভরযোগ্য অংশীদার নয়। এর বিপরীতে ফ্রান্স এবং ব্রিটেনের প্রতি অধিকাংশ জার্মানের গভীর আস্থা রয়েছে।

জরিপটিতে আরও উঠে এসেছে যে, ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য হয়েও আমেরিকা তাদের সুরক্ষা দেবে কিনা- তা নিয়ে দেশটির ৬৯ শতাংশ মানুষ এখন চরম উদ্বিগ্ন।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ