প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১১:৪৬ এএম
রংপুর সিটি করপোরেশনের (রসিক)
মেয়র সিটি বাজারের উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু তা বাস্তবায়ন না
করায় নগরীর প্রধান সিটি বাজারটি বন্ধ
রেখে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার
(১৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে
বাজারের সকল দোকান বন্ধ
রাখা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এভাবে
দোকান বন্ধ করে প্রতিবাদ
জানাবে বলে জানিয়েছেন ব্যবসায়ী
নেতারা।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে রাস্তা, ড্রেন, বাথরুম, গেট ও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় ইতিপূর্বে কয়েক দফায় সিটি মেয়রের দ্বারস্থ হয়েও সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে গত বছরের ৩১ মার্চ সংবাদ সম্মেলন করা হয়। এরপর ২ এপ্রিল সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সিটি বাজারে এসে ব্যবসায়ী কমিটিকে এসব দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু দীর্ঘ ৯ মাস অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কাজ শুরু হয়নি। এ জন্য মঙ্গলবার ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি বাজার বন্ধ রাখা হয়েছে।

এ
দিকে হঠাৎ মহানগরীর অন্যতম
বাজার বন্ধ থাকায় দুর্ভোগে
পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে
সরেজমিনে কথা হয় বাজার
করতে আসা স্কুল শিক্ষক
রফিক মিয়ার সঙ্গে। তিনি সিটি নিউজকে
বলেন, ‘এটি রংপুরের বৃহৎ
বাজার। সব ধরনের প্রয়োজনীয়
জিনিসপত্র মেলে এখানে। প্রতিদিনের
ন্যায় আজ বাজার করতে
এসে শুনি বাজার বন্ধ।
এর ফলে কিছুটা দুর্ভোগে
পড়তে হচ্ছে।’
বাজার করতে আসা এক সরকারি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘কখনও এ বাজার বন্ধ পাইনি। আজকেই প্রথম বন্ধ পেলাম। তবে ব্যবসায়ী সমিতির দাবিগুলো যৌক্তিক। কেননা এত বড় একটা বাজারের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা আসলে অনেক খারাপ। একটু বৃষ্টিতেই বাজারে পানি জমে থাকে।’

রংপুর
সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট
বাবু সিটি নিউজকে বলেন,
‘এই বাজারের উন্নয়নের জন্য আমরা বহুবার
মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের দাবিগুলো তিনি শুধুই শুনে
গেছেন, এখন পর্যন্ত বাজারের
উন্নয়নে কোনো কাজ করেননি।
এখানে বৃষ্টির সামান্য পানিতে বাজার তলিয়ে যায়, দুর্গন্ধে বাজারে
থাকা যায় না। অথচ
এই বাজারটি নগরীর প্রধান এবং অন্যতম বাজার।
যা সিটি করপোরেশনের বিল্ডিংয়ের
সঙ্গে সংযুক্ত। এখানে টয়লেট নেই, দরজা গেট
কিছুই নেই। বর্তমানে এখানকার
ব্যবসায়ীদের অসহায়ত্বের শেষ নেই।‘
নূর/ডা