• ঢাকা মঙ্গলবার
    ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মায়ের মরদেহ পাওয়ার কথা জানালেন মরিয়ম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৯:৪৭ এএম

মায়ের মরদেহ পাওয়ার কথা জানালেন মরিয়ম

সিটি নিউজ ডেস্ক

নিখোঁজের ২৭ দিন পর মায়ের মরদেহ পেয়েছেন মরিয়ম মান্নান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ তথ্য জানান।

গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া থেকে নিখোঁজ হন মরিয়মের মা রহিমা খাতুন (৫৫)। পানি আনতে বাড়ি থেকে নিচে নেমেছিলেন তিনি। দীর্ঘ সময় পরও মায়ের খোঁজ না পাওয়ায় দৌলতপুর থানায় মামলা করেন মরিয়মের ভাই। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর হয়।

মায়ের মৃত্যুর স্ট্যাটাসটি ফেসবুকে দেয়ার ৫০ মিনিট পরে দেয়া আরেকটি স্ট্যাটাসে মরিয়ম লিখেছেন, আর কারও কাছে আমি যাব না। কাউকে আর বলবো না আমার মা কোথায়। কাউকে বলবো না আমাকে একটু সহযোগিতা করুন। কাউকে বলবো না আমার মাকে একটু খুঁজে দিবেন? কাউকে আর বিরক্ত করবো না। আমি আমার মা’কে পেয়ে গেছি।

রহিমা খাতুন বিগত ২৭ দিন ধরে নিখোঁজ থাকার সময় মেয়ে মরিয়ম বিভিন্ন পন্থায় মাকে খোঁজার চেষ্টা করেন। গত প্রায় একমাসে মায়ের খোঁজে প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলেন তিনি। খুলনা শহরজুড়ে সাটিয়েছিলেন পোস্টার। ফেসবুকেও সন্ধান চেয়েছেন মায়ের।

আর্কাইভ