• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গাছ কাটলেন ইউপি সদস্য, ইউএনও’র নির্দেশে জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:৫৫ এএম

গাছ কাটলেন ইউপি সদস্য, ইউএনও’র নির্দেশে জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে সড়কের পাশের ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আবু তাহের সরকারের (৪৫) বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাটস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বলরামপুর-রাজনগর সড়কে এ গাছ কর্তনের ঘটনা ঘটে।

অভিযুক্ত আবু তাহের সরকার ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও আবু হোসেন সরকারের ছেলে। তার বাবাও একই ইউনিয়ন পষিদের সাবেক ওয়ার্ড সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ইউপি সদস্য আবু তাহের অবৈধভাবে রাস্তার গাছ কর্তন করেন। গাছ কর্তনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তখন তিনি ইউপি চেয়ারম্যানকে কর্তনকৃত গাছ জব্দ করার নির্দেশ দেন। পরে গ্রাম পুলিশ জব্দতালিকাসহ গাছের চারটি অংশ ইউনিয়ন পরিষদ চত্বরে রাখে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, ‍‍`রাস্তার গাছ রক্ষনাবেক্ষনের দায়িত্ব ইউপি চেয়ারম্যানসহ সদস্যদের ওপর ন্যস্ত। অথচ তাদের বিরুদ্ধেই গাছ কর্তনের অভিযোগ সত্যিই অনাকাঙ্খিত। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।‍‍`

এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান বলেন, ‍‍`উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ মাঠে রাখা হয়েছে।‍‍`

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`ইউপি সদস্য কর্তৃক রাস্তার পাশের কর্তৃনকৃত গাছ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয়া হয়েছে।‍‍`

এআরআই

আর্কাইভ