• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পিবিআই কার্যালয়ে পিস্তল ও গুলিসহ বিভিন্ন মালামাল চুরি, আটক ৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৪৭ পিএম

কুমিল্লায় পিবিআই কার্যালয়ে পিস্তল ও গুলিসহ বিভিন্ন মালামাল চুরি, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্রের সদস্যরা পিস্তল-গুলিসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ ৪ জনকে আটক করেছে পিবিআই।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে কার্যালয়ের নিচতলার একটি দরজা ভেঙে চোরের দল একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দু’টি ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ নেয়ার যন্ত্র) মেশিন, ৫টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি টের পেয়ে চোর ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তৌহিদুল ইসলাম।

এআরআই/এএল

 

আর্কাইভ