• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : এসপি তৌহিদুল ইসলাম

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১১:৪৫ এএম

গাইবান্ধার প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : এসপি তৌহিদুল ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ‍‍`শারদীয় দূর্গাপূজার প্রতিটি মণ্ডপে হিন্দু ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে দূর্গা উৎসব পালন করতে পারে, সেদিকে বিবেচনা করে মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।‍‍`

শনিবার (১ অক্টোবর) রাতে গাইবান্ধা শহরের ভিএইড রোড কালিবাড়ী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।    

জেল প্রশাসক মো. অলিউর রহমানের নেতৃত্বে পরিদর্শনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, ‍‍`আপনাদের নিরাত্তার দায়িত্ব আমাদের। প্রাণ খুলে উৎসব পালন করুন। যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে আছি।‍‍` সেই সঙ্গে আনসার সদস্যের পাশাপাশি পুজা কমিটির স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, নান্দনিক পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক কাজল সাহা, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, গাইবান্ধা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সঞ্জীবন কুমার দেব রকি, সংবাদকর্মী সঞ্জয় সাহা প্রমুখ।     

 

এসএএস

আর্কাইভ