• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চিলমারী থানার ওসিকে শোকজ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৪:৫৬ এএম

চিলমারী থানার ওসিকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি

হামলার শিকার হয়ে মামলা করতে যাওয়া বিচারপ্রার্থী এক নারীকে ফেরত দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। একই সাথে ভুক্তভোগী নারীর মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) লিয়াকত আলী।

আদালত সূত্র জানায়, নুরনেছা বেগম (৫০) নামে চিলমারী উপজেলার এক নারী হামলার শিকার হলে তার মাথা ফেটে যায়। এ নিয়ে রাজু মিয়া নামে এক ব্যাক্তিসহ ছয়জনের বিরুদ্ধে চিলমারী থানায় মামলা করতে যান নুরনেছা। আঘাতের কারণে ওই নারীর মাথা ফেটে যাওয়ার স্থির চিত্র এবং মাথায় সাতটি সেলাইয়ের চিহ্নসহ অভিযোগের সমর্থনে হাসপাতালের সনদ থাকার পরও ওসি মামলা নথিভুক্ত না করে তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন।

আদালত সূত্র আরও জানায়, ফৌজদারী কার্যবিধি ও পুলিশ রেজুলেশনের বিধান অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমলযোগ্য অপরাধের অভিযোগ রেকর্ড করতে আইনত বাধ্য। আইনের সুস্পষ্ট বিধান থাকার পরও একজন বিচারপ্রার্থী নাগরিককে থানা থেকে ফেরত প্রদান করে ফৌজদারী কার্যবিধি ও পিআরবি এর বিধান লঙ্ঘন করায় চিলমারী থানার ওসির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট আদালতকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) লিয়াকত আলী বলেন, `ভুক্তভোগী নারীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক মামলা রেকর্ড করার আদেশের পাশাপাশি ওসিকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আদেশের কপি থানায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।‍‍`

এ ব্যাপারে জানতে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

 

আর্কাইভ