• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বৈধ মোটরসাইকেল চালকরা পেলো গোলাপ ফুল চকলেট

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৯:৪৫ পিএম

বৈধ মোটরসাইকেল চালকরা পেলো গোলাপ ফুল চকলেট

নীলফামারী প্রতিনিধি

প্রথম নভেম্বর থেকে সড়কে বৈধ কাগজ পত্র এবং হেলমেট বিহীন চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু হচ্ছে বলে সাফ জানিয়ে দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। তিনি বলেন, আর ছাড় নয় পুলিশ এখন থেকে কঠোর হবে এবং আইন প্রয়োগ করবে। রংপুর বিভাগের মধ্যে একমাত্র নীলফামারী জেলায় সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি এবং ঝুঁকির মধ্যে রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতা মুলক বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা পুলিশের আয়োজনে এতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সাইফুল ইসলাম, জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক সেলিম আহমেদ ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি বক্তব্য দেন।
সেখানে বৈধ কাগজপত্র ধারী মোটর সাইকেল চালক ও হেলমেট ব্যবহৃত চালকদের ফুল ও চকলেট উপহার দিয়ে সচেতনতামূলক স্টিকাল লাগিয়ে দেন এসপি।
 

এএল/

আর্কাইভ