• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ আটক ৩ , পলাতক ২

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৭:৪২ পিএম

ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ আটক ৩ , পলাতক ২

ধোবাউড়া প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ১০৮ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান এর নিদের্শে  বুধবার সকালে উপজেলার ঘোঁষগাও কামাক্ষা মন্দিরের পাশে থেকে  তাদের আটক করা হয়। 

এ ঘটনায় পলাতক দুজনসহ ৫ জনের নামে ধোবাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলেন,ইলিয়াস হোসেন(২৬),মহেশখালী চৌকিদার বাড়ি,মোশারফ হোসেন(৩৫)ঘোঁষগাও,নাজিম উদ্দিন(২৮) চন্দ্রঘোনা। পলাতক দুজন হলেন, সোহেল (২৫) ভুইয়াপাড়া,শিপন গারো(২২)ভুইয়াপাড়া। 

আটককৃতদের বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন,আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ