• ঢাকা শনিবার
    ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:০২ এএম

রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন ৩ জন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরইজেরে উভয় দল সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, পরিবার অথবা দলীয় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ