• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১০:৩২ পিএম

সৈয়দপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদফতরের ২০২২-২০২৩ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস ওই হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করেছে। 

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের মাসব্যাপী ওই হ্যান্ডবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।


উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আউয়াল বসুনিয়া প্রমুখ ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সদস্যাবৃন্দ,  বাঙ্গালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মশিউর রহমান, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের (শারীরিক শিক্ষা) আব্দুস সালাম মন্ডলসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় এবং লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)

এএল/

আর্কাইভ