• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৯:১৫ পিএম

চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালতির পানিতে ডুবে মরিয়ম খাতুন নামের তিন বছর বয়সী এক শিশু মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের সোনাতনপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম জেহালা ইউনিয়নের হাসপাতাল মোড়ের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দা সুজন আহম্মেদ জানান, শুক্রবার সকালে মরিয়ম বাড়িতে খেলা করছিল। খেলা করার সময় পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু মরিয়মকে বালতির মধ্যে মাথা নিচু অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানি ভর্তি বালতির ভিতরে পড়ে শিশু মরিয়ম নিহত হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এএল/

আর্কাইভ