• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৩:১৩ এএম

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

রংপুর ব্যুরো

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেংটিছেঁড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহত পাঁচজনই ওই অটোরিকশায় ছিলেন বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, অটোরিকশাটি তারাগঞ্জ থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার পেছনে থাকা একটি পিকআপ ওই অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ অটোরিকশার চার যাত্রী মারা যান। এ সময় আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানে খুশি রোগীরা | অভিযাত্রা


তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক, ট্রাকসহ ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সাজেদ/

আর্কাইভ