• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেট্রোরেল নিয়ে মমতাজের গান

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:০৩ এএম

মেট্রোরেল নিয়ে মমতাজের গান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। মেট্রোরেল নিয়ে থিম সং গাইলেন তারকা কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

‍‍`বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা।‍‍`এ রকম কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। সম্প্রতি এর রেকর্ডিং শেষ হয়েছে। আগামী মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‍‍`বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে-এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানের কথা অসাধারণ। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আশা করছি,এটি শ্রোতারা উপভোগ করবেন।‍‍`

গানটি এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় এটি নির্মিত হয়েছে।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই গায়িকা।  এছাড়াও নিয়মিত সিনেমার গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। 

আর্কাইভ