• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:১৯ পিএম

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

দৈনিক ইত্তেফাক@ন্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, ঢাকা-রংপুরগামী বরকত পরিবহনের বেপরোয়া বাস মোটরসাইকেল চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারায় এবং অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

তারা আরও জানান, নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। প্রত্যকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

আর্কাইভ