 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৯:৪২ পিএম
 
                 
                            
              যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বসন্ত দেবনাথ নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বসন্ত দেবনাথ অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় কাউন্সিলর রেজাউল ইসলাম ফারাজী জানান, বসন্ত দেবনাথ বাড়ি থেকে বের হয়ে তালতলা এলাকার সেলুনে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এনএমএম/এএল
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      