• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে আগুন

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৪:০৬ এএম

খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ফ্যাক্টরির অভ্যন্তরে পরিত্যক্ত স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কাঁচামাল সংরক্ষণ করার স্থানে আগুন লাগে। সেখানে কিছু পরিত্যক্ত কেমিক্যাল (বারুদ) ছিল। সেই কেমিক্যাল থাকা গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল থাকার কারণে ধোঁয়া উড়ছে। এখন নির্বাপণের কাজ চলছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এদিকে নগরীর বিভিন্ন স্থানে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দাদা ম্যাচ ফ্যাক্টরির গোডাউনে থাকা পুরাতন বারুদের কারণে অগ্নিশিখার পরিবর্তে ধোঁয়ায় আচ্ছন্ন গোটা এলাকা। ধোঁয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

খুলনা হাদিস পার্ক এালাকায় থাকা মাহফুজুর রহমান বলেন, দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লাগলেও তার ধোঁয়া ছড়িয়ে পড়েছে। খুলনার হাদিস পার্ক এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। 

আর্কাইভ