• ঢাকা বুধবার
    ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

হাসপাতালে কিশোরীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৬:৪৩ পিএম

হাসপাতালে কিশোরীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রমজানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাব-৬ খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন আফরা এলাকা থেকে রমজানকে গ্রেফতার করে।

রমজান কাশিয়ানী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

গত ২৩ মার্চ দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুরনো ভবনের পরিত্যক্ত ওয়ার্ডে রমজান ও তার সহযোগীরা ১৬ বছর বয়সী ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসামিরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরের দিন ভিকটিমের মা বাদী হয়ে কাশিয়ানী থানায় পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।


তিনি আরও জানান, গ্রেফতার রমজানকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ