• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৬:৩৮ পিএম

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোংলা প্রতিনিধি

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১২ কেজি হরিণের মাংসসহ রেজাউল মোল্লা (৩০) নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ।

আটক রেজাউল মোল্লা দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবনের আবুলনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।  অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের দেখে ১২ কেজি হরিণের মাংস নিয়ে রেজাউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

জব্দ করা হরিণের মাংস এবং আটক যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ