 
              প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৯:২৪ পিএম
-20230417092454.jpg) 
                 
                            
              সুন্দরবনে তিন মণ হরিণের মাংসসহ শাহ আলম নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (১৭ এপ্রিল) সকালে খুলনা রেঞ্জের আন্ধারমানিক নদীতে একটি নৌকায় তল্লাশি করে মাংসসহ ওই শিকারিকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, সকালে নিয়মিত টহলের সময় সুন্দরবনের খুলনা রেঞ্জের আন্ধারমানিক নদীতে একটি নৌকায় তল্লাশি করে প্রায় ১২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। নৌকায় থাকা অন্য শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যান। তাদের ধরার চেষ্টা চলছে। উদ্ধার করা মাংস ও আটক ব্যক্তিকে বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      