• ঢাকা শনিবার
    ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

রূপগঞ্জে স্যালাইন কারখানায় আগুন শর্টসার্কিট থেকে লেগেছে

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৭:৫৮ পিএম

রূপগঞ্জে স্যালাইন কারখানায় আগুন শর্টসার্কিট থেকে লেগেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শর্টসার্কিট থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্যালাইন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলার মৈকুলী এলাকায় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের স্যালাইন তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলা উপ সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর দুইটায় আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি আরও জানান, কারখানার ক্লিন রুমের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এডিএস/

আর্কাইভ