• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৯:৪১ এএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্রুতগতি বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে; তিনি হলেন- হাসিনা বেগম। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ঢাকাগামী ট্রাকের পেছনে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।

No description available.

আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ