• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

লালমনিরহাটে ১১২৫ টি কেন্দ্রে ১লাখ ৯৮ হাজার ৮৩৭ জন শিশুকে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:০৬ পিএম

লালমনিরহাটে ১১২৫ টি কেন্দ্রে ১লাখ ৯৮ হাজার ৮৩৭ জন শিশুকে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল খাওয়ানো হবে

লালমনিরহাট প্রতিনিধি

সারা দেশের মতো লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ক্যাম্পেইনে লালমনিরহাট জেলার ১১২৫ টি কেন্দ্রে মোট ১লাখ ৯৮ হাজার ৮৩৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার ১৩ মার্চ দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ে ডা: ইফতেকার হোসেন প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের বিস্তারিত জানান।

ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  

জেলায় ৫ স্থায়ী, ১১২০ টি অস্থায়ী মিলিয়ে সর্বমোট ১১২৫ টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইন সফল করতে  মাঠ পর্যায়ে কাজ করবেন ২২৫০ জন স্বেচ্ছাসেবী।

সভায়  সিভিল সার্জন ডা: আব্দুল হাকিম বলেন, শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে এই ক্যাম্পেইন সফল করা প্রয়োজন। ভিটামিন ‘এ’ পাওয়ার যোগ্য কোনো শিশু যাতে বাদ না পড়ে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ