• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পাবনায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাহত যুবকের মৃত্যু; অভিযুক্ত আটক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৯:০৯ পিএম

পাবনায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাহত যুবকের মৃত্যু; অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি

পাবনায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনার অভিযুক্ত ইমন হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আর আটককৃত ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দু‍‍`একটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দু‍‍`জন বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এই ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমন কে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সাথে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে পূর্ব কোনো বিরোধ ছিল।

ওসি আরো জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ