
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০২:০০ পিএম
আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে বলে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেলো, পা গেলো, এতো জীবন গেলো, যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসাপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথার বলার সময় একথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ পদস্থ কর্মকর্তারা ।
চীনের হাসপাতাল কোথায় হবে সাংবাদিকরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি এসেছি, আজ জায়গা দেখবো। এরপর যারা হাসাপাতাল বানাবে তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে, কোথায় হবে।
রংপুর মা ও শিশু হাসপাতাল চালু হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোন কারণ নাই। যেকোনও কিছু করতে হলে সবকিছুর প্লান নিয়ে আগাতে হয়। উদাহরণ হিসেবে বলেন, যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সাথে আমার গাড়িটা লাগবে। রশি লাগবে, চাকা লাগবে। শুধু ঘোড়া দিয়ে দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম।
হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোন পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তেধীরে এগুলো করবো। যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এসময় স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগিদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।