 
              প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:১৩ পিএম
 
                 
                            
              জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বার বার বলে আসছি নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই।
শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুরে দলের এক সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি তা কিন্তু স্পষ্ট নয়। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করেনি ।
তিনি বলেন, আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করেনা।
তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতে সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়নি। সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে এনসিপির সখ্যতা তৈরি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      