প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:১৬ এএম
বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে বুধবার (১৯ নভেম্বর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত সোমবার (১৭ নভেম্বর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার ও ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার বেশকিছু এলাকায় মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলার যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, খাদেরগাঁও, নায়েরগাঁও উত্তর এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন। মোট ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের সব গ্রাম-মহল্লায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মতলব দক্ষিণ জোনাল অফিস) কর্তৃপক্ষ।