প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৪৮ এএম
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। এদিকে, মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৫টি ফেরি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকেই পদ্ম-যমুনা নদী ও নদীতীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকে পড়েছে ৫টি ফেরি। এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান কর্মকর্তারা। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা ওই দুটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে।
এদিকে, চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শুক্রবার রাত ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। ১০টা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে চাঁদপুর ও শরীয়তপুর ফেরিঘাটের দুই পাশে আটকা পড়ে যানবাহন।