• ঢাকা রবিবার
    ১০ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ফের হাসপাতালে দিলীপ কুমার

প্রকাশিত: জুন ৬, ২০২১, ০১:০৭ পিএম

ফের হাসপাতালে দিলীপ কুমার

বিনোদন ডেস্ক

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কয়েকদিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার (৬ জুন) বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে হাসপাতালে নেয়া হলো। তিনি বর্তমানে মুম্বাইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বয়স বাড়ার সঙ্গে দিলীপ কুমারের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমেছে। তাই করোনার মধ্যে গত বছর মার্চ থেকেই আইসোলেশনে কাটিয়েছেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হলো।

দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য তাকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে তার  চিকিৎসা চলছে। যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন।

উল্লেখ্য, দিলীপ কুমারের বলিউডে অভিষেক ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’র মাধ্যমে। তবে নায়ক হিসেবে তিনি পরিচিতি পান ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবি দিয়ে। তারপর থেকেই ইন্ডাস্ট্রিতে তার ছুটে চলা। প্রায় ৫ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেতা। তিনিই প্রথম প্রতি সিনেমায় ১ লাখ টাকা করে পারিশ্রমিক নিতে শুরু করেন।

বিআর/এএমকে
আর্কাইভ