• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মারা গেছেন অভিনেএী অপর্ণার মা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:২০ পিএম

মারা গেছেন অভিনেএী অপর্ণার মা

বিনোদন প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপর্ণা ঘোষ নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। অপর্ণার মা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত ১ মাস যাবৎ চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মা হারানোর শোকে স্তব্ধ অর্পনা। কান্নাজড়িত কণ্ঠে অপর্ণা বলেন, ‘আমার মা ও বাবা খুব চমৎকার একটা জুটি ছিল। বাবাটা আমার খুবই নরম মনের মানুষ। হাসপাতালে মায়ের কষ্ট দেখে বাবাও খুব কষ্ট পাচ্ছিল। সান্ত্বনা এটুকু ছিল, চোখের সামনে তো আছে। কিন্তু মা তো আমার চলেই গেল। আমার বাবাটা একা হয়ে গেল। খুব একা হয়ে গেল। আমি কীভাবে বাবাকে সান্ত্বনা দেব।’

অপর্ণার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মনিরা মিঠু এবং নির্মাতা শাফায়েত মনসুর রানাসহ আরো অনেকে।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অপর্ণা ঘোষ। চার বছর বিরতি নিয়ে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গণ্ডি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ।

তার অভিনীত অন্যান্য উল্লেযোগ্য চলচ্চিত্র হলো- ‘ভুবন মাঝি’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘লিলিথ’ প্রভৃতি।

একে/এআরআই

আর্কাইভ