• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

‘পুষ্পা ২’ মুক্তির আগেই কত কোটি টাকা ব্যবসা করলো জানেন?

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৬:১৬ পিএম

‘পুষ্পা ২’ মুক্তির আগেই কত কোটি টাকা ব্যবসা করলো জানেন?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

খুব শীঘ্রই দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই জানা গিয়েছে। মিডিয়ার খবর অনুযায়ী, ২০২২’এর আগস্ট মাস থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে চলছিল ছবির শুটিং। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘পুষ্পা ২’এর অপেক্ষায় দর্শকমহল। মাঝে ছবির কলাকুশলীদের নিয়েও মিডিয়ার পাতায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩’এর এপ্রিল মাসেই ‘পুষ্পা ২’এর ঝলক প্রকাশ্যে আসতে চলেছে।

সম্প্রতি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা:দ্যা রুল’ আবারো মিডিয়ার শিরোনাম। মুক্তির আগেই এই ছবির ভান্ডারে হাজার কোটি টাকা জমা হয়েছে। জানা গিয়েছে, এই ছবির নির্মাতারা হাজার কোটি কিংবা তার বেশি অর্থের বিনিময়ে সমস্ত ভাষায় এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির সত্ত্ব বিক্রি করতে রাজি। উল্লেখ্য চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের মত, সুকুমার পরিচালিত এই ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’কে টেক্কা দিতে চলেছে।

সূত্রের খবর, টি-সিরিজের ভূষণ কুমার ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা অর্থ ঢালতে পারেন এই ছবিতে। যার ফলস্বরূপ বেশ ধুমধাম করেই বড়পর্দায় ফিরবে ‘পুষ্পা:দ্যা রুল’। এই ছবির জন্যই শাহরুখ খানের সাথে অভিনয়ের সুযোগ ফিরিয়েছেন আল্লু অর্জুন। এসআরকে অভিনীত ‘জাওয়ান’ ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন এই দক্ষিণী অভিনেতা। তবে বলিউডের ছবিতে অভিনয় করার থেকেও বেশি মনোযোগী হয়েছেন আবারো পুষ্পা হয়ে উঠতে।

অভিনেতার জন্মদিনেই ‘পুষ্পা ২’এর ঝলক দর্শকদের উপহার দিতে চলেছেন সুকুমার। ২০২৩’এর ৮’ই এপ্রিল পরিচালক সুকুমার ছবির ট্রেলার কিংবা টিজার প্রকাশ্যে আনতে চলেছেন। সেই ঝলক প্রকাশ্যে আনার তোরজোরও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ব্যস্ত পরিচালক, অভিনেতাদের পাশাপাশি ছবির সমস্ত কলাকুশলীরাও। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

আর্কাইভ