 
              প্রকাশিত: মে ৪, ২০২৩, ১১:০৩ পিএম
 
                 
                            
              ভারতের নিয়মিত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তামিল তেলেগু থেকে হিন্দি সিনেমা সবখানেই সফল ইলিয়ানা। হিন্দি সিনেমা ‘বরফি’তে অভিনয় করা বাঙালি এ কন্যা সম্প্রতি মা হতে চলেছেন। আর তারই প্রমাণ মিলল ইনস্টাগ্রামে।
সুন্দরী এই অভিনেত্রী বেবি বাম্পে ধরা দিলেন ইনস্টাগ্রামে। সোশ্যাল এ সাইডটিতে নিজেই জানিয়েছেন খুশির এ বার্তা। প্রথম সন্তানের আগমনের খবর জানাতে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
প্রথমটিতে রয়েছে সাদাকালো পোশাকের একটি ছবি, তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা।
                      
সে যাই হোক, ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে। তবে এসব কটাক্ষ বা ট্রোলের কোনো জবাব দেননি বলি এই অভিনেত্রী।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      