• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা, ৬ সেনা নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৭:২৮ পিএম

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা, ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তান সেনাবাহিনীর দুই মেজরসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর : জিও টিভি।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছয়জনের মধ্যে দু’জন পাইলটও ছিলেন।

নিহত দুই মেজর হচ্ছেন- মেজর খুররম শাহজাদ (৩৯) ও মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)। মেজর খুররম অ্যাটকের, আর মেজর মুহাম্মদ মুনিব রাওয়ালপিন্ডির বাসিন্দা ছিলেন।

সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪) কারাকের সাবির আবাদ গ্রামের বাসিন্দা। সিপাহী মুহাম্মদ ইমরান (২৭) খানেওয়ালের মখদুমপুরের বাসিন্দা।

নায়েক জলিল (৩০) গুজরাটের ভুট্টা গ্রামের আর সিপাহী শোয়েব (৩৫) অ্যাটকের খাতারফট্টি গ্রামের বাসিন্দা ছিলেন।

 

আর্কাইভ