• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জাপোরিঝিয়ায় রাশিয়ার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৭:২৮ পিএম

জাপোরিঝিয়ায় রাশিয়ার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শহরের ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জাপোরিঝিয়া শহরে এই হামলা হয়। এতে হতাহতের ঘটনা ছাড়াও পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মোট সাতটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে এ দিন। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে তিনটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই রকেট হামলা চালানো হচ্ছে। এটি রাশিয়ার ‘ইচ্ছাকৃত অপরাধ’ বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটির নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে।

তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল লড়াই অব্যাহত রয়েছে।

ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

এএস/এএল

আর্কাইভ