• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রুশ নৌবহরে ড্রোন হামলায় ব্রিটেন দায়ী : রাশিয়া

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৬:০৬ পিএম

রুশ নৌবহরে ড্রোন হামলায় ব্রিটেন দায়ী : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনকে ব্রিটেন সহায়তা করেছে বলে দাবি করেছে মস্কো।

ক্রিমিয়া উপত্যকার খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী জানায়, সেভাস্তোপোল উপকূলে ওই নৌবহরের ওপর একটি ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝাইয়েভ বলেন, ‍‍`যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, তার সব ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি।‍‍`

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‍‍`ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ব্রিটেন।‍‍`

 

এসএএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ