 
              প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০২:২৪ এএম
 
                 
                            
              চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের দিল্লি পুলিশ। তার নাম পান্ডা পিঙ্কু মেসি (৪৩)। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-অজয় কুমার, পাম্মি ওরফে অজয় ও ফিরোজ খান।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, মঙ্গলবার একটি সন্দেহজনক অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক থানা পুলিশ। ঐ অটোরিকশায় চারজন ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাদের ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় দলটি পুলিশকে বিভ্রান্তের চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
জানা যায়, পান্ডা পিঙ্কু আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির “অন্ধ ভক্ত”। এক সময় পিঙ্কু নিজেও ফুটবল খেলতেন। পিঙ্কুর বিরুদ্ধে প্রায় ৫৫টি পকেটমারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাকাণ্ডেরও অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে আরো ৪৫টি দামি ফোন উদ্ধার করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা কুখ্যাত “মেসি গ্যাং” এর সদস্য।
দিল্লি পুলিশ জানায়, গত পাঁচ বছর ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন তারা। কোনো ব্যক্তিকে লক্ষ্য বানিয়ে তাকে জনবহুল এলাকায় ঘিরে ধরে তার মনঃসংযোগের ব্যাঘাত ঘটিয়ে মোবাইল ও অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করতেন তারা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      