• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচ তারকা হোটেলে ২৩ লাখ টাকা বকেয়া, শেষ রক্ষা পেলেন না শরিফ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১০:২২ পিএম

পাঁচ তারকা হোটেলে ২৩ লাখ টাকা বকেয়া, শেষ রক্ষা পেলেন না শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী পরিচয় দিয়ে উঠেছিলেন দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে। প্রায় তিন মাস অবস্থান করা ওই ব্যক্তি ২৩ লাখ টাকা বিল বকেয়া রেখে পালিয়ে যান।  অবশেষে মোহম্মদ শরিফ নামে ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, অভিযুক্ত মোহম্মদ শরিফ দক্ষিণ কন্নড়ের বাসিন্দা। নিজেকে ব্যবসায়ী বলে ভুয়া পরিচয় দিয়ে দিল্লির হোটেল লীলা প্যালেসে প্রায় তিন মাস অবস্থান করেন। ঘটনাটি ঘটে গত বছর। হোটেল থেকে দামি সামগ্রী চুরির পাশাপাশি প্রায় ২৩ লাখ ৪৬ হাজার ৪১৩ টাকার বিল করেছিলেন তিনি। সেই বিল পরিশোধ না করেই পালিয়ে যান অভিযুক্ত। এ ঘটনার পর গত ১৪ জানুয়ারি সরোজিনি নগর থানায় অভিযোগ দায়ের করেন হোটেলের জেনারেল ম্যানেজার অনুপম দাস গুপ্তা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোহম্মদ শরিফ ২০২২ সালের ১ অগাস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত হোটেল লীলা প্যালেসে অবস্থান করেন। নিজেকে ব্যবসায়ী ও আরবের সরকারি কর্মী বলে রেজিস্টার খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। 

এর পরই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে গত ১৯ জানুয়ারি দক্ষিণ কন্নড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ