• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০৩ পিএম

ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

হোলি উৎসবে গিয়ে হয়রানির শিকার জাপানি তরুণী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে হোলি উৎসব চলার সময় হেনস্তার শিকার হওয়া সেই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। তিনি কোনো অভিযোগ দায়ের না করলেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার হোলি উৎসব চলার সময় একদল পুরুষ ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।


এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। তারা সবাই মধ্য দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা। হেনস্তার শিকার ওই পর্যটক জাপানি তরুণীও পাহাড়গঞ্জে ছিলেন।
দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ওই নারী এক টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।’ 
দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে দিল্লির জাপান দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

 

আরিয়ানএস/

আর্কাইভ