• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশিত: মে ১, ২০২৩, ১২:৪৫ এএম

পশ্চিমবঙ্গে আবারও বাড়ছে  করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

গোটা বিশ্বে করোনার বিধিনিষেধ শিথিল হতে হতে প্রায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছে মানুষ। এর মধ্যেই পশ্চিমবঙ্গে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কলকাতা ও শহরতলিতে মারা গেছেন দুজন। করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

এদিকে রাজ্যটিতে গত এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই শতাধিক মানুষ।

রাজ্যটিতে সংক্রমণের হার এক সংখ্যায় নামার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নেমেছিল শূন্যের কোঠায়। তবে ফের মৃত্যুর খবর উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। তাই বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যাও।

তবে পুরো ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমগুলো। দৈনিক সংক্রমণের হারও গত কয়েক দিনের তুলনায় কমেছে প্রায় ১৮ শতাংশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৭৪ জন। এপ্রিলজুড়ে দেশটিতে প্রতিদিন করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজারের ওপরে ছিল। তা শনিবার নেমে ৪৯ হাজারে দাঁড়িয়েছে।

বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে করোনা মহামারিতে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি।

 

বিএস/

আর্কাইভ